বিশ্বের বিস্ময় তুমি
বিশ্বের বিস্ময় তুমি
মো: হেদায়েতুল ইসলাম
আয় বুঝে ব্যয় করার প্রয়োজন আছে,
বেহিসাবি বেখেয়ালির যেওনা অকারণ কাছে।
অকারণ অপবাদ মানুষকে দিলে ক্ষতি হবে,
অসদাচরণ করে মনুষ্য মনে কেন কষ্ট দিবে।
হিংসা হানাহানিতে ক্ষতি ছাড়া লাভ নাই,
বিনয় হল মহৎ গুণ বেশি বেশি চর্চা চাই।
সময়কে কাজে লাগানো অতি প্রয়োজন,
সঠিক সময়ে সঠিক কাজটি করে গুণীজন।
না বুঝে না জেনে করলে কাজ ভুল হতে পারে,
বুঝে শুনে সব কাজ করা চাই বারে বারে।
মন্দ কথা কাজে যারা হয় পটু তারা ভালো না,
ক্ষতিকর তারা বড় কথা কয় কটু মিল রেখ না।
ইশ মূর্খের কাছে কেন জানতে যাও ,
জানা মানুষের কাছে জানতে চাও।
জ্ঞানী আর গুণীজনদের অনুকরণ করো,
সফলতা পাবে তবে যদি হতে চাও বড়।
স্বকীয়তা রাখবে প্রতিটি কাজে,
নকল করা কিন্তু অতিমাত্রায় বাজে।
সৎ কথা সৎকাজে ছুটে যাও আগে,
জান যদি চলে যায় তবু চলে যাবে।
কেন ভেঙে পড়বে চেষ্টা করবে,
হাল নাহি ছাড়বে ইতিহাস গড়বে।
অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাও,
বিশ্বের বিস্ময় তুমি পারো দেখিয়ে দাও।
পারিনা পারবো না বলে কভু করোনা ভয়,
তুমি পারো পারবে তোমারই জন্য জয়।
MD HEDAETUL ISLAM Поэт Мд Хедатул Ислам
Other author posts
Помните, что скромность делает людей великими, Прощение занимает место в сердцах людей. Поэт Мд Хедатул Ислам
Помните, что скромность делает людей великими, Прощение занимает место в сердцах людей. Поэт Мд Хедатул Ислам
Человеческая жизнь окружена возможностями, Люди - лучшее творение. Поэт Мд. Хедатул Ислам
Человеческая жизнь окружена возможностями, Люди - лучшее творение. Поэт Мд. Хедатул Ислам
The dignity of education master
The dignity of education master Md. Hedaetul Islam The first education was given by my education teacher, my life started with the education of the education teacher.